রবিবার (২৬ ফেব্রুয়ারী) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে তহুরা এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামীদ্বয় উপস্থিত ছিলেন। মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার লিচু আকন্দের ছেলে সোলাইমান ও আমৃত্যু কারাদণ্ড আসামি হলেন, পটুয়াখালীর গলাচিপা থানার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস।
রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বলেন, ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে এ রায় ঘোষণা করা হয়েছে।