নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণ হয়ে স্বামী স্ত্রীসহ পাঁচ জন দ্বগ্ধ হয়েছে। এ সময় আগুন বিস্ফোরণ হয়ে ঘরের দরজা জানালা উড়ে গিয়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। পাশের ভবনের ও কয়েকটি জানালা ভেঙ্গে গেছে ।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে দ্বগ্ধরা হলেন,গার্মেন্টস কর্মী আলআমিন (৩০) তার স্ত্রী সুখি আক্তার (২৫),পাশের ভবনের ভাড়াটিয়া আলেহা বেগম (৬০),তার ছেলে জামাল (৪০) ও রাজমিস্ত্রী রফিক মিয়া (৪৫)।