বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের কমার্স কলেজ ও সরকারি তোলারাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, প্রফেসর ড.শিরিন বেগম’র আয়োজনে আনন্দ র্যালী ও কেক কাটার মধ্যদিয়ে এ দিনটি পালন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল আটটায় নারায়ণগঞ্জ কমার্স কলেজ প্রাঙ্গণে কেক কেটে আনন্দ রেলি বের করে চাষাঢ়া এবং লিংরোড প্রদর্শন করে নারায়ণগঞ্জ কমার্স কলেজে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করে ঢাকা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ করারর উদ্দেশ্য রওনা হন তিনি।
নারী-পুরুষ ঐক্য করি স্মার্ট বাংলাদেশ চলো গড়ি স্লোগানে দিয়ে প্রফেসর ড.শিরিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে বলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সামনে নির্বাচন সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বিজয় লাভ করতে পারে সেই লক্ষে আমরা জেলা, মহানগর, থানা, উপজেলা ইউনিয়ন সহ প্রতিটা ওয়ার্ডে বঙ্গবন্ধুর কন্যার জন্য ঐক্য বদ্ধ হয়ে আমরা মাঠ পর্যায় কাজ করব। পুরুষের চেয়ে মহিলাদের ভোটার বেশি। তাই সেই মহিলাদের ভোট যদি প্রধানমন্ত্রী পেয়ে যায় আমার দীর্ঘ বিশ্বাস শেখ হাসিনার আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করবেন।
তিনি আরও বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।আমার মনে হয় তিনি পাঁচ ঘন্টা ঠিকমতন ঘুমান কিনা সন্দেহ রয়েছে। তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ পদ্মা সেতু, কর্নাফুলি টানেল, ফ্লাইওভার সড়ক, রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, পাতাল রেল আরো অনেক কিছুর উন্নয়ন করে দেশের সুনাম অর্জন যুগিয়েছেন। তিনি আজকে মহিলা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা সহ স্কুলের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি চালু করেছি। শিক্ষার্থীদের বিনা মূল্য ৩৫ কোটি বই উপহার দিয়েছেন। বিনা মূল্যে করোনা ভেকসিন দিয়েছে। যা অন্য দেশে টাকার বিনিময় ভেকসিন দিতে হয়। তুরস্কের সাহায্য পাঠিয়ে দেশের সুনাম অর্জন যুগিয়েছেন শেখ হাসিনা। তিনি এতকিছু করার মাঝে তার শহীদ পরিবার কে খুজে পান শেখ হাসিনা।
এসময় উপস্তিত ছিলেন,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. নূরজাহান,জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা হাকিম, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা উর্মি আক্তার, ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা মনির, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি বেগম, সেক্রেটারী মায়া বেগম, সিনিয়র সহ-সভাপতি জহুরা বেগম, আইন বিষয়ক সম্পাদক কহীনূর বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।