সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ মজিববাগ আলামিন নগর এলাকায় চাঁদা না দেয়ায় একটি বাড়িতে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ বাড়ির মালিক মোজাম্মেল শেখ সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন
করেছে পুলিশ।
অভিযুক্তরা হলো মিজমিজি পূর্বপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহজালাল সাজু (৩৮), মৃত আলাউদ্দিন ভূইয়ার নূর কামাল (৪০), বাবু ওরফে কাইল্লা বাবু (৩০), সানাড়পাড় এলাকার শহিদ উল্লাহর ছেলে আব্দুল কাইয়ুম (৩৬), বাতেনপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. সুমন (৪০) এবং শিমরাইল এলাকার মো.
কামালের ছেলে মো. সারোয়ার (৩৮) সহ অজ্ঞাত কয়েকজন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক মোজাম্মেল শেখের কাছে অভিযুক্তরা বেশ কিছুদিন যাবৎ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১২টায় মোজাম্মেলের বাড়িতে একত্রে ৫টি
তালা মেরে বাড়িটি তালাবদ্ধ করে দেয় অভিযুক্তরা।
বাড়ির মালিক মোজাম্মেল শেখ জানান, ঐ বাড়িতে ৬টি রুমে ভাড়াটিয়া রয়েছে। তালাবদ্ধ দেখে ভাড়াটিয়ারা আমাদের জানালে আমরা আইনের আশ্রয় নেই। অভিযুক্তদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা এই কাজ করেছে। এর ফলে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের নিরাপদ বাসস্থানের ব্যাঘাত ঘটছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি জানাচ্ছি প্রশাসনের
কাছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শাহজালাল সাজু বিগত ২০১৬ সালে ডাকাতি মামলায় জেল খেটেছে। তার বাসা থেকে ডাকতির মালামাল উদ্ধার করেছিল প্রশাসন। মামলায় দীর্ঘ ৯ মাস জেল খেটেছে সে। এছাড়াও সে একাধিক মামলার আসামি।
বাবু ওরফে কাইল্লা বাবু রুপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা। সেখানে নানা ঘটনায় প্রশাসনের ভয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চান টাওয়ারে এসে গা-ঢাকা দিয়েছে। এক সময় সে সিদ্ধিরগঞ্জপুলে দোকান-পাট থেকে চাঁদা উত্তোলন করতো। তার বিরুদ্ধে
চাদাবাজি, মাদক সহ অসংখ্য অভিযোগ রয়েছে।