ঢাকা বিশ^বিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ উপলক্ষে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বিকালে শহরের নারায়ণগঞ্জ গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মন্তাজ উদ্দিন মর্তুজা, সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, ডা: নিজাম ও জেলা ন্যাপের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেনসহ আরও অনেকে। সভায়
গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের সকল প্রার্থীদের পরিচিত তুলে ধরা হয়।
গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. অসীম সরকার (ব্যালট নং ০১), অধ্যাপক ড. আশফাক হোসেন (ব্যালট নং ০৩), এ আর এম মনজুরুল আহসান বুলবুল (ব্যালট নং ০৫), এ এইচ এম এনামুল হক চৌধুরী খসরু (ব্যালট নং ০৬), অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী (ব্যালট নং ০৭), এইচ এম বদিউজ্জামান সোহাগ (ব্যালট নং ১০), এস এম বাহালুল মজনুন চুন্নু (ব্যালট নং ১১), অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ (ব্যালট নং ১৬), নিজাম চৌধুরী (ব্যালট নং ১৭) অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী (ব্যালট নং ১৮), মীর্জা মো. আব্দুল বাছেত (ব্যালট নং ১৯), অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা (ব্যালট নং ২৩), অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী (ব্যালট নং ২৯), মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবলু (ব্যালট নং ৩০), অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন (ব্যালট নং ৩৪), অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান (ব্যালট নং ৩৫), মো. আতাউর রহমান প্রধান (ব্যালট নং ৩৬), অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ব্যালট নং ৩৮), অধ্যাপক ডা. মো. কামরুল হাসান (ব্যালট নং ৪৭), অধ্যাপক ড. মো. নাসির
উদ্দিনব মুন্সী (ব্যালট নং ৪৯), মো. মুরশেদুল কবীর (ব্যালট নং ৫৩), রঞ্জিত কুমার সাহা (ব্যালট নং ৫৮), অধ্যাপক ড. শারমিন মূসা (ব্যালট নং ৫৯), অধ্যাপক ড. সাবিত রিজওয়ানা রহমান (ব্যালট নং ৬৪) ও অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার (ব্যালট নং ৬৫)।