জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে রূপগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ মো. আবির আহাম্মেদ আদর (২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) নারায়ণগঞ্জ-এর গ-জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাতে চানপাড়া
পুনর্বাসন কেন্দ্রে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আবির আহাম্মেদ আদরকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও গাঁজা উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।