জাতীয় ভোটার দিবস উপলক্ষে বন্দর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে
আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টায় বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর কাদের এর সঞ্চালনায় জাতীয় ভোটার দিবসে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার সুরাইয়া ইয়াসমিন, বন্দর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা ও উপজেলা সহকারি নির্বাচন অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।