বন্দরে মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম কালুন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১ মার্চ) রাতে বন্দর থানার বক্তারকান্দী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম কালুন বন্দর থানার ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আজিজ মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে সাঁজা ওয়ারেন্টে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বক্তারকান্দী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম কালুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।