নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল প্রসঙ্গে সাংসদ শামীম ওসমান বলেছেন, উনার নাকি মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সনদ কখন বাতিল করা হয়? যখন কেউ সনদ পায়। উনি তো সনদই পায়নি বাতিল হলো কিভাবে? ধরেন কেউ মেট্রিক পরীক্ষাই দেয়নি তাহলে তার সার্টিফিকেট বাতিল হয় কিভাবে? উনি কোর্টে গেছেন এটা উনার ব্যাপার, সেটা ভিন্ন সাবজেক্ট। এই যে বড় বড় জাতীয় পত্রিকা এসব নিউজ কেন করছেন, কারণ শিরিন আপার মত মানুষরা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন এবং মুক্ত চিন্তা করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।
তিনি তো মানুষ গড়ার হাতিয়ার। যোগ্যতা না থাকলে কি তোলারাম কলেজ, মহিলা কলেজ, হরগঙ্গা কলেজ, গাজীপুর কলেজের প্রিন্সিপাল হতে পারেন? তাহলে কাকে খাট করার চেষ্টা করছেন। উনারা আটকাতে চান, উনারা অপপ্রচার করছেন।
শনিবার (৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্রাজুয়েট এ্যাসোসিয়েশনের আয়োজনে মুজিব শতবর্ষের স্মরণে স্মারণিকার মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর ডা. শিরিন বেগম।
এ সময় শামীম ওসমান আরও বলেন, ওরা কি আমি জানিনা। ওরা মনে করে ওরা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে বুদ্ধিদিপ্তি বাংলাদেশকে আটকে দেয়া। আর এ অগ্রসর ঠেকাতে হলে শেখ হাসিনাকে আটকাতে হবে তার দলকে আটকাতে হবে। আর এটা করতে কি করতে হবে মিথ্যা অপপ্রচার ছড়াতে হবে। যার একটা অপপ্রচারের শিকার হচ্ছে এখানে মহিলা লীগের সভানেত্রী শিরিন আপা।
১৯৭৪ সালের একটি ছবি সবাই দেখেছেন। বাসন্তীকে জাল দিয়ে জড়িয়ে বলেছিল খাদ্য নেই। একটা শাড়ির দাম সেসময় ছিল ৫০ টাকা আর জাল হাজার টাকা। জাতির পিতা যখন তার বাড়িতে গেলেন তিনি দেখলেন বাসন্তী একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। সেই সুযোগ নিয়েই সেদিন তার গায়ে জাল জড়িয়ে বলা হয়েছিল খাওয়ার পয়সা নেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাবু চন্দন শীল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা এড. সামসুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধূরী বীরু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, আওয়ামীলীগ নেতা আলী হায়দার, ভজেন্দ্রনাথ সরকার,ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানটিতে তত্ত্বাবধানে ছিলেন ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ. ওয়াই. এম হাসমত উল্লাহ, সঞ্চলনায় ছিলেন ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন মৃধা রিপন সহ ক্রিয়েটিভ গ্র্যাজুয়েটস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।