নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল মিয়া (২৬) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে
গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের অভিযানিক দল।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে ১৬কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি
প্রাইভেট কার উদ্ধার করে।গ্রেপ্তার সোহেল চাঁদপুর জেলার মতলব থানার দশপাড়া
গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফজলুল হক খান এর সত্যতা
নিশ্চিত করে জানান, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য বারো ৪ লাখ ৪৮
হাজার টাকা। গ্রেপ্তারকৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন
যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও
এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে
মাদক আইনে মামলা হয়েছে।