নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ
কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান
পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন শরিয়তপুর থেকে ঢাকা গামী ১ টি ট্রাক তল্লাশী করে ১২,০০০
কেজি (৩০০ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে
জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
আসাদ।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা
স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।