বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ ব্যারেল পোড়া তেলসহ তেল বহনকারি
একটি স্ট্রিলের ট্রলার আটক করেছে। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের মূলহোতা পারভেজসহ তার বেশ কয়েকজন সহযোগী
কৌশলে পালিয়ে যায়।
গত বুধবার (৮ র্মাচ) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-
ধলেরশ^রী এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত পুরা তেলসহ বহনকৃত স্ট্রিলের
ট্রলারটি আটক করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী জানান, গত বুধবার রাতে
গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলার চর-
ধলেরশ^রী এলাকায় অভিযান চালাই। অভিযান কালে পোড়াতেল ফেলে রেখে
কৌশলে পালিয়ে যায়।
পরে একটি স্ট্রিলের ট্রলারে রক্ষিত বিশ ব্যারেল পুরাতেল জব্দ করে থানায় নিয়ে
আসি। চোরাইকৃত পুরাতেল উদ্ধারের ঘটনায় আমাদের তদন্ত অব্যহতসহ আইনগত
ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।