সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সিটিতে বেড়াতে গিয়ে সহপাঠীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সরকারী তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। বেড়ানো শেষে শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার সময় পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে তারা হামলার শিকার হন।
এসময় হামলাকারীরা শিক্ষার্থীদের বাস ভাংচুর করলে ভাঙ্গা কাঁচের টুকরোর আঘাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রি, নুসরাত জাহান, আদিল, রাফি, খালেক, শফিকুল,
আমজাদ, রিফাত ও বায়েজিদ এর নাম জানা গেছে। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ইসহাক মিয়া (২১) বাদী হয়ে আরিফকে (২৫) প্রধান আসামী ও ১০০- ১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নাঈম বলেন, সোনারগাঁয়ের পানাম সিটি ভ্রমণের শেষে র্যাফেল ড্রয়ের সময় তিতুমীর কলেজের মেয়ে শিক্ষার্থীদের কয়েকজন বখাটে ইভটিজিং করে। এ সময় প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বখাটেদের কথা কাটাকাটি হয়। পরে কলেজের উদ্দেশ্যে যখন বাস ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী নিজস্ব ব্যবস্থাপনায় সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে বেড়াতে যান।
তবে শিক্ষার্থীদের সাথে কোন শিক্ষক বা অভিভাবক ছিলেন না।
শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বত্তদের ইভটিজিংয়ের শিকার হন। এসময় তাদের সহপাঠী ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয়
১০-১৫ জনের একদল বখাটে যুবক ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। তাদের এলোপাতাড়ি মারধর করে এবং তাদের বাস ভাংচুর করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা ৯৯৯ নম্বরে কল দিয়ে হামলার অভিযোগ করলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এবং তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হামলার ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শিক্ষার্থীরা হামলাকারীদের চিনতে না পারায় তাদের এখন পর্যন্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ইসহাক মিয়া (২১) বাদী হয়ে আরিফকে (২৫) প্রধান আসামী ও ১০০-১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। আশা করি দ্রুত
আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।