সিদ্ধিরগঞ্জে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর আটত্রিশ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের নকল জ্যাকেট ও খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম স্বপন (৪৯), নুর ইসলাম (৩৬), মো. রাসেল (৩৫), মো. রতন (৩৬), বাবুল হোসেন (৪৩), শাহরিয়ার মোফাজ্জল (৩১) ও মো. সালাউদ্দিন (২৭)।
রবিবার (১২ মার্চ) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জুয়েলারী ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তার ব্যবসার ৬০ ভরি স্বর্ণ রাজধানীর তাঁতীবাজারে বিক্রি করে আটত্রিশ লাখ টাকা পান। এরপর নগদ
টাকাগুলো নিয়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ থেকে একটি যাত্রীবাহি বাসে উঠেন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে পৌঁছলে দূর্ধর্ষ ডাকাত দল আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে
অস্ত্রের মুখে তার আটত্রিশ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে পরবর্তীতে এর তদন্তভার দেয়া হয় পিবিআইকে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের কয়েকজন সদস্য শনাক্ত হলে গ্রেপ্তার অভিযান
শুরু করে পিবিআিই।
গত ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত টানা পনের দিন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে। পরে গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
পিবিআই পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এই সদস্যরা ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার
করেছে।