ফতুল্লার দাপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনটি ক্রোকারিজের দোকান ও দুটি সিরামিকের গোডাউনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকাল সোয়া আটটার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর হক রোলিং মিলস এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মালিক পক্ষের দাবী অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে বিসিক ফায়ার স্টেশনের দুুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহত হয়নি। তবে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।