সোনারগাঁয়ে রুবেল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ মার্চ) উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত একটি জায়গায় রুবেলের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।