1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে : মন্ত্রী গাজী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৮২ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দেশের অভূতপূর্ব উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।

 

বুধবার (১৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমদিয়া এলাকায় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মাণ, বৃত্তি, উপবৃত্তি প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বর্তমান সরকারের গত ১৪ বছরে শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে।

 

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সকল দিক থেকেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক- নির্দেশনা ও উপযুক্ত নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাসার মোহাম্মদ লোকমান হোসেন দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন
আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এডভোকেট সামসুদ্দিন আহমেদ, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL