একটি পরিবার ও গৃহহীন থাকবে এমন মন্তব্য করে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা নিতান্তই প্রশংসার দাবীদার। তিনি কাজ করে যাচ্ছেন দেশের স্বার্থে। কাজ করে যাচ্ছেন জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে।
বুধবার (১৫ মার্চ) বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণ বাসনের লক্ষ্যে ৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শুভ উদ্ভোদনের মাধ্যমে জমিসহ গৃহ প্রধান কার্যক্রম এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা বিষয়ক প্রেস বিফিং কালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন শুধু ভূমিহীন নয় যারা নিতান্তই অসহায় তাদের কর্মসংস্হানের ব্যবস্হা ও করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস এর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার সামছুর নাহারসহ রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা ও স্হানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।