বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
বুধবার (১৫ মার্চ ) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময়ে জেলা যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুন সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ইসমাইল খান, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শহীদ শাওন প্রধানের বড় ভাই ফরহাদ প্রধান, যুবদল নেতা আলমগীর হোসেন, বাবু, ফরহাদ, আকাশ, আলমগীর, বরকত উল্লাহ, প্রান্ত, দিদার খাঁ, ফাহিম, আবদুল্লাহ, সালাম, কবির, তানভীর আহমেদ সোহাগ, প্রমুখ।