বন্দরে উপজেলা প্রশাসন ও কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৪০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার একেএম নাসিম উসমান (তৃতীয় শীতলক্ষ্যা সেতু) সংলগ্ন ফরাজীকান্দা বাজারে জাটকা মাছ রক্ষায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও বন্দর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।এ সময় জাটকা ও পাঙ্গাস মাছের পোনা বিপননের অপরাধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার শ্যাম বালিয়াপাড়ার মৃত কুদ্দুসর ছেলে মাছ বিক্রেতা আব্দুল্লাহ ও একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে রফিক এর কাছ থেকে প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয় এবং ভবিষ্যতে যেন কোন পোনা মাছ বিক্রি না করে সেজন্য সাবধান করা হয়।উদ্ধারকৃত মাছ সোনাকান্দা ইসলামিয়া মাদ্রাসার লিল্লাহ
বর্ডিং ও কুড়িপাড়া জামিয়া হাবিবিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।