1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই: ফয়জুল করীম মমতাময় নাঃগঞ্জ প্রকল্পের উদ্যোগে ও আয়াত’ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নেটওয়ার্কিং সভা নারায়ণগঞ্জে বড়দিন উৎসবের প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ ফতুল্লার ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১  খিলমার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া অনুষ্ঠিত আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

মোটর সাইকেলে অগ্নিসংযোগ, পিজা শামীম আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

বন্দরে একটি বাজার দখলে নিতে পিজা শামীম বাহিনীর তান্ডবে একজন গুলিবিদ্ধ ও মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

ওই সময় গুরুতর আহত জমির মালিক সাবেক জাতীয় পার্টির নেতা মরহুম রাইসুল হকের ছেলে গুলিবিদ্ধ মনিরুল হক পারভেজ(৪২), তার স্ত্রী সুমা আক্তার(৩০) ও তার বৃদ্ধা মা মাফুজা বেগম(৫৮) ও অজ্ঞাত নামা এক শিশুকে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে।

 

বৃহস্পতিবার (১৬ র্মাচ) দুপুরে বন্দর উপজেলার ফরাজীকান্দাস্থ নাসিম ওসমান সেতু সংলগ্ন এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সন্ত্রাসীদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। সংঘর্ষের ঘটনার প্রায় ৩/৪ ঘন্টার ব্যবধানে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সংঘর্ষের ঘটনার ওই দিন বিকেলে শহরের মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে হামলাকারি সন্ত্রাসী পিজা শামীমকে আটক করার খবর পাওয়া গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলাগাছিয়া ইউপি সাবেক প্রয়াত চেয়ারম্যান রাইসুল হকের মালিকাধিন নাসিক ২০ নং ওয়ার্ড ফেরাজিকান্দা এলাকায় বাজারের জমি দখলে নিতে জন্য জাতীয় পার্টি নেতা নারায়ণগঞ্জ শহরের সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টার দিকে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে যায়। এসময় পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণ নিয়ে জমি মেপে শেষ করেন। এরপর ফরাজিকান্দা মসজিদের পাশ্বে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়িতে গুলি ছুড়তে ছুড়তে গলির ভিতরে যায় সন্ত্রাসীরা। এসময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে।

 

তাকে বাচাঁতে দৌঁড়ে এগিয়ে আসলে পারভেজের স্ত্রী সুমা হককে ঘাড়ে দারালো অস্ত্রের আঘাতে করে। এ মুহুর্তে রাইসুল হকের স্ত্রী মাহফুজা হক এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।এ ঘটনা ঘটিয়ে বের হওয়া সময় এলাকাবাসী ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার নাসিম ওসমান সেতু অতিক্রম করতে হোন্ডাবাহিনীর
৪ টি হোন্ডা ভাঙচুর করে অগ্নি সংযোগ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় রণক্ষেত্র পরিনত হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আহত মনিরুল হক পারভেজ জানান, কিছু বুঝে উঠার আগেই গুলিতে আহত হয়ে লুটে পড়ি।

 

ফিল্ম স্টাইলে রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে বাসায় ঢুকে পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী। বন্দর থানার অসিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL