বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা – দোয়া ও কেক আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বাদ মাগরিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জগ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জে আর রাসেল ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি ও মহানগর আওয়ামী যুবলীগ নেতা হামদান উর রহমান শান্ত।
অনুষ্ঠানে বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে ও বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সাধারণ সম্পপাদক আব্দুস সামাদ হোসেন হিমেল’র সঞ্চলনায় আরোও উপস্থিত ছিলেন, বন্দর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সহ-সভাপতি ও মানবাধিকার নেতা জনাব মনির হোসেন বাবুল, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদ,ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সাধারণ সম্পাদক শহিদুল হক প্রমিত, যুগ্ন সাধারণ সম্পাদক অনিক সদর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মসংসদের সভাপতি শফিকুল ইসলাম নিজাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদেরর জেলার নেতা পাইলট সাহা, আহসানুল কবির পাপ্পু সহ আরোও অসংখ্য নেতৃবৃন্দগণ।