নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক পদে পূনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোসিয়ারি এসোসিয়েশন (২০২৩-২০২৫ইং) এর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের (২০২৩- ২০২৫ইং) মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভার শুরুতেই শেখ নাজমুল আলম সজলকে ফুলেল সংবর্ধনা জানান এসোসিয়েশনের পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের (২০২৩-২০২৫ইং) মেয়াদের নব গঠিত পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ শপথ পাঠের মাধ্যমে নিজেদের দায়িত্ব গ্রহন করেন। প্রথমে এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজলকে শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সবদার হোসেন। অতঃপর পরিচালনা পর্ষদের সকল পরিচালকদের শপথ বাক্য পাঠ করান সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল।
এসময় শপথ গ্রহন করেন এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক (জেনারেল) মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আমিরুল্লাহ রতন, আলহাজ্ব মোঃ মনির হােসেন, মোঃ সাব্বির আহমেদ সাগর, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাখাওয়াত হােসেন সুমন, মোঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসোসিয়েট) আলহাজ্ব মোঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
শপথ বাক্য পাঠ শেষে নবগঠিত পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫ইং) এর পরিচালকবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন হোসিয়ারি এসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।