1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: মাদকাসক্ত যুবক আটক উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নিহত ২০, আহত ১৭১, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক উত্তরায় বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ১৯, আহত শতাধিক উত্তরায় বিমান দুর্ঘটনা: নারী-শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ, জরুরি রক্তের আহ্বান উত্তরায় বিমান বিধ্বস্ত! চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু ইমনের ফিফটিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ, সিরিজে ১-০ এগিয়ে টাইগাররা ফতুল্লায় হরতালে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২ ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড একরামুল হত্যা: বদির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়: সেনাপ্রধান

বড় একটা চেইক দিল,বললো শামীম তুমি ফতুল্লা পাইলট স্কুলে যাবেনা: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৫২ Time View

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, এক সময় আমরা তোলারাম কলেজের ছাত্র ছিলাম এই ফতুল্লার , নাসিম ভাই সানোয়ার ভাই, জয়নাল ভাই, মোহাম্মদ আলী ভাই তারা সবাই নাসিম ভাইয়ের কাছে বললেন ফতুল্লা পাইলট স্কুল দখল হয়ে যাচ্ছে। যে দখল করছে তার নামও নাসিম। অনেক বড় লোক কোটি কোটি টাকার মালিক। আমাকে বললো শামীম তুমি ফতুল্লা পাইলট স্কুলে যাবেনা ! বড় একটা চেইক দিল আমার পড়তেও সমস্যা হচ্ছে। সুটকেস ভর্তি অনেক গুলা টাকা।

 

অনুব বললো শামীম বেইমানি যখন করমুই বিট কেসটা নিয়ে যাই। আমি বললাম না এত বেইমানি করতে যাবনা বিটকেস টা ফেরত দেই। বিটকেস ফেরত দিয়ে বললাম আগে বলেন আপনার পক্ষে কে কে রয়েছে। তখন সে বলে রতি মহারতি অনেকেরই নাম বললেন। থানা পুলিশ সব আমার পক্ষে। তখন সোহেল, লিটন, শরিফ সবাই ছোট স্বপন ছাড়া। সেইসময় একতলা ভবন ছিল। তখন পুলিশের ওসি এসে এমন জোরে দুই -তিনটা স্যালুট মারলো আমি আমি ভাবলাম বড় মাপের কোন মন্ত্রী বা কিছু হবেন। ক ত না জানি বড় মাপের মানুষ। দখলকৃত এ স্কুল উদ্ধার করলাম।

 

রবিবার ( ১৯ মার্চ ) বিকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এর শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি আরোও বলেন, মোহাম্মদ আলী ভাই গিয়াস উদ্দিনকে এমপি বানিয়েছেন রাতের ভোটে। তার জন্য এমপি হইছিল। এ স্কুলের গিয়াস উদ্দিনেরর কোন অবদান নাই। আগামী ৭মাসের পর জাতীয় নির্বাচন। তারা পারেনা আমাদেরকে এখনই টাইনা নামায়া ফেলে। মোহাম্মদ আলী ভাইকে বলেছিলাম আপনাকে ধোকা দিবে! আপনার সাথে বেইমানি করবে। সেটাই হয়েছে। আজ মোহাম্মদ আলী ভাই বুজতে পেরেছে কারা বেইমানি করে। এখানে মোহাম্মদ আলী ভাইয়ের নামে কলেজ হবে।

 

 

বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ্রন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি খালেদ হায়দার খান কাজল।

 

 

এছাড়াও অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সসম্পাদক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক, সাবেক ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন, সদর উপজেলা জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, আওয়ামী লীগের নেতা এম এ মাননান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL