ফতুল্লায় ৮০ বোতল ফেনসিডিলসহ মো. জামান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী
কে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতরকৃত জামান ফতুল্লা মডেল থানার সপ্তাপুর ফারুক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ কুদ্দুস আলীর পুত্র।
সোমবার দুপুর বারোটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়াস্থ মো:
তারেক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর বারোটার দিকে জেলা মাদক
নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান,উপ- পরিদর্শক জেরিন খান,
সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান,মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে
ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার তারেক মিয়ার মালিকানাধীন গ্রেফতারকৃত
জামানের ভাড়াটিয়া রুমে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ তাকে
গ্রেফতার করে।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা
মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।