প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে দৈনিক সচেতন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ( ২২ মার্চ ) বাদ মাগরিব শহরের গলাচিপা ২৮ কলেজ রোড দৈনিক সচেতন ভবন কার্যালয়ে মিলাদ মাহফিল দোয়া, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সচেতন এর প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া। অনুষ্ঠানে আগত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, চলচিত্র পরিচালক আসলাম মিয়া। অনুষ্ঠানে এসময় পত্রিকায় কর্মরত সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, এম আখতার হোসেন, ফটো সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, জুম্মন সেহোল, মোঃ রাকিবুল ইসলাম রকি প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খাদেম হাফেজ মাওলানা মো: সাকিল আহমেদ।
পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হিসাবে অগ্রযাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যে দৈনিক হিসাবে প্রকাশ হতে থাকে। ২৪ বছরে পত্রিকাটি প্রাচ্যের ড্যান্ডি খাত নারায়ণগঞ্জের তৃণমূল থেকে শুরু করে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হৃদয়ে স্থান করে নেয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় সম্পাদক ও রির্পোটারদের এক শ্রেণীর অসৎ ও সমাজ বিরোধীদের নানা ষড়যন্ত্রে পড়তে হয়।
প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিকদের নানা হুমকি-ধুমকির শিকার হতে হয়। তারপরও সচেতন সাহসী ভূমিকা নিয়ে সমাজের ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে।২৪ বছরে পদাপর্নে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া বলেন, আমি এর পূর্বে দৈনিক নীর বাংলা সম্পাদনা করতাম, সেখান থেকেই পত্রিকার লাইনে আসা। দৈনিক সচেতন কে আমি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ পত্রিকায় রূপান্তরিত করতে চাই।সচেতনের অগ্রগতীতে আমি নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা চাই। পত্রিকাটির অগ্রগতীতে যত ষড়যন্ত্র বা বাঁধা আসুক না কেন, আমি একটুও পিছপা হবো না। কারণ আমার পাশে রয়েছে দেশপ্রেমিক এক ঝাক কলম সৈনিক।