নারায়ণগঞ্জ ১৮ নং ওয়ার্ডের ডিয়ারা সুকুম পট্রি এলাকায় একটি গার্মেন্টসের ঝুঁকিপূর্ণ ভাবে ভবন নির্মাণ, বহুতল ভবনের নির্মাণাধীন সামগ্রী পড়ে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পথচারীদের উপর! ভবন নির্মাণে পথচারীদের দুর্ঘটনা এড়াতে কতৃপক্ষের নেই কোন নিরাপৎার সু-ব্যবস্থা! সরকারি কর্মকর্তাদের নেই কোন তদারকি! এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিরাপত্তার সার্থে নাম প্রকাশের না করার সর্থে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান, ইতি মধ্যে নারায়ণগঞ্জের অনেক স্থানে ভবন নির্মাণ সামগ্রী পরে সাধারণ পথচারী আহত ও নিহত হয়েছে। তা পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। কিন্তু SBM Concerns LTd কর্ণধার ইদী আমিন ইব্রাহীম খলিল সমাজের একজন গুণীজন হয়ে তার কাজে অবহেলা এটাতে আমরা মর্মাহত। তিনি সম্মানিত ব্যক্তি হতে পারে কিন্তু তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন না।
তারা আরোও জানান, তার গার্মেন্টসের বহুতল ভবনের নির্মাণে আমাদের কোন আপত্তি নেই । তার ভবন নির্মাণের সামগ্রী পড়ে যেকোনো মুহূর্তে পথচারীদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া এ ভবনের পানি মসজিদের মুসল্লি ও পথচারীদের উপরে পরে। প্রভাবশালী লোক হওয়ায় সরাসরি কোনো প্রতিবাদ না করলেও গোপনে সমালোচনা করেন। এছাড়া বেসিরভাগ সময় গার্মেন্টসের পানি মেইন সড়কে পরে। পানির এ অংশটি দিয়ে কেহ যাতায়ত করে না। এ ওয়ার্ডে কাউন্সিলর কামরুল হাসান মুন্না এবিষটা সাধারণ মানুষের সার্থে তিনি ও মেয়র মহোদয় নজর দিবে বলে আমাদের বিশ্বাস।
এবিষয়ে এ বিষয়ে গার্মেন্টস এর কর্ণধার ইদী আমিন ইব্রাহিম খলিল জানান, এ পর্যন্ত কোন কোন দুর্ঘটনা ঘটেনি তাই কাজ করছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিল্ডিং প্ল্যানিং কর্মকর্তা জানান মেয়র মহোদয়ের কাছে লিখিত অভিযোগের পরামর্শ দেন এবং অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব।