ফতুল্লায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের বিডিআরের বাড়ীর ভাড়াটিয়া হান্নান সরকারের পুত্র জয় (২৩) ও একই থানার উত্তর নরসিংপুরের সামছুল আলম মোড়ের মোঃ জলিল হাওলাদারের পুত্র মো. জুয়েল (২২)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার পাগলাস্থ ভাসমান রেস্তোরা মেরী এন্ডারসনের সামনে থেকে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ তিন কেজি গাঁজা উদ্ধার করে।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সানী নামক অপর এক মাদক ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পাগলা মেরী এন্ডারসনের সামনে অভিযান চালিয়ে তিন কেজি গাজা সহ জয় ও জুয়েল কে গ্রেপ্তার করে। এ সময় পালিয়ে যায় সানী নামের এক মাদক ব্যবসায়ী। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।