বন্দরে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে দুই দফা সন্ত্রাসী হামলা চালিয়ে
মহিলাসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ
উঠেছে মাদক সেবী বিল্লালসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আহতরা হলো দিনমজুর
সুজন মিয়া (৪০) তার স্ত্রী লিজা বেগম (৩৬) ছেলে শাওন (১৪) ও ভাতিজা আবির
(১১)।
এলাকাবাসী আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত গৃহবধূ লিজা বেগম বাদী হয়ে শুক্রবার (২৪ র্মাচ) দুপুরে বাদী হয়ে মাদক সেবী বিল্লালসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ র্মাচ) রাতে ও শুক্রবার (২৪ র্মাচ) সকাল ৮টায়
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় ওই সন্ত্রাসী হামলার
ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত
আনোয়ার হোসেন মিয়ার ছেলে বিল্লাল হোসেন তার নিজ বসত ঘরে বহিরাগত
মাদক সেবীদের নিয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা ক্রয় বিক্রয়সহ মাদক সেবন করে
আসছিল।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে মাদক সেবী বিল্লাল বহিরাগতদের নিয়ে
তার নিজ ঘরে ইয়াবা সেবন করতে বসলে ওই সময় একই এলাকার প্রতিবেশী লিজা
বেগম মাদক সেবী বিল্লালকে মাদক সেবনে বাধা প্রদান করে।
এ ঘটনায় মাদকসেবী বিল্লাল হোসেন ও তার স্ত্রী লিল্পি বেগম ও মা শাহিদা বেগম
ক্ষিপ্ত হয়ে লিজা বেগমকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত ঝকম করে।
ওই সময় লিজা বেগমের চিৎকারের শব্দ পেয়ে তার দিনমজুর স্বামী সুজন তার ছেলে
শাওন ও ভাতিজা আবির এগিয়ে আসলে ওই সময় উল্লেখিতরা ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছে, বিল্লাল দীর্ঘ দিন ধরে ঘারমোড়া এলাকায় অবাধে ইয়াবা
ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ চুরি অভিযোগ রয়েছে।