নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের ও মহানগর যুবলীগ নেতা এইচ এম রাসেল’র ব্যক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ মার্চ ) বাদ এশা তারাবি নামাজের পর
রাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মুসল্লিদের সম্মুখে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের ও মহানগর যুবলীগের নেতা এইচ এম রাসেল দুই হাত জোড় করে বলেন, আমরা বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান এর সহধর্মিনী সালমা ওসমান লিপি ভাবী মা এর একটি ফেইজবুক পেইজ থেকে নিশ্চিত হই আমাদের গরীব দুখী মেহনতী মানুষের আস্থার প্রতীক জননেতা একে এম শামীম ওসমান মহোদয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভাবী মা’র প্রেরিত বার্তায় আমরা নেতৃবৃন্দগণ যার যার অবস্থান থেকে জননেতার জন্য সবাই দোয়া প্রার্থনা করছেন। পাশাপাশি আমার অবস্থান থেকে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করিয়েছি।
তিনি আরোও বলেন, আপনারা মুসল্লিগণ জানেন এমপি মহোদয় কতটা উজাড় মনের মানুষ। তিনি গোপনে নারায়ণগঞ্জবাসীর কত মানুষকে সাহায্য সহযোগীতা করেছেন। তাই আমার নেতার জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি । এবং সবার প্রিয় ব্যাক্তির জন্য আপনাদের নিকট হইতে রমজানের প্রতিটা ওয়াক্ত নামাজের পরে জননেতা শামীম ওসমানের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি।
গত বুধবার ২২ মার্চ রাতে পেট ব্যথা জনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তী হন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান।
শহরের চাষাড়া হক প্লাজা মসজিদ ও টানবাজার দক্ষিন র্যালি বাগান বড় জামে মসজিদ সহ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর দ্রুত্ব সুস্থতা কামনায় বাদ এশা ( তারাবি) নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চাষাড়া হক প্লাজা মসজিদ এর ইমাম হাফেজ মোঃ মিজান, টানবাজার দক্ষিন র্যালি বাগান বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বশির আহাম্মেদ সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।