নানা আয়োজনের মধ্য দিয়ে কমর আলী হাই স্কুল এন্ড কলেজের যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযান করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় ফতুল্লা কমর আলী হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বীর মুক্তিযুদ্ধা শহীদের স্মরণে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমর আলী কলেজের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড.শিরিন বেগম বলেন, বঙ্গবন্ধু তোমাদের মত শিশু ছিলেন। এবং মেধাবী ছাত্র ছিলেন। সে স্কুল জীবনে যেমন মেধাবী ছিলেন তেমনই বড় হয়ে দেশ ও দেশের জনগণে চিন্তা করেছেন। বঙ্গবন্ধু ৫২ আন্দোলন ৭১ এর যুদ্ধে দেশকে স্বাধীন করার অপরিসীম ভূমিকা ছিল।
তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শের ইতিহাস জানতে হবে পড়তে হবে তবেই তোমরা বঙ্গবন্ধুর মত হবে। বঙ্গবন্ধুর উপদেষ্ঠা ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
অনুষ্ঠানে কমর আলী হাই-স্কুলের অভিভাবক সদস্য আলহাজ্ব শাহ আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমর আলী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র ভদ্র সহ কমর আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দগণ।
অনুষ্ঠনটি সার্বিকভাবে পরিচালনা করেন কমর আলী হাই-স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম।