নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. শিরিন বেগম’র ব্যক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ ) সকালে উক্তর চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কর্মাস কলেজ এর সভা কক্ষে জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর দ্রুত্ব সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর পূর্বে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসার ড. শিরিন বেগমের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নারায়ণগঞ্জ কর্মাস কলেজে বীর শহীদদের স্মরণে দোয়া পড়ানো হয়।
প্রফেসর ড. শিরিন বলেন, আমাদের নারায়ণগঞ্জের ৪আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমানের আপনাদের দোয়ায় বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে একটু উন্নতির দিকে রয়েছে। এই জেলার আওয়ামীলীগের বট গাছ হচ্ছে ওসমান পরিবার। সব সময় নেতা কর্মীদের খোজ খবর নিয়ে থাকেন। কর্মী বান্ধব নেতা তিনি। তার অসুস্থতার খবরে আমরা মর্মাহত। রাব্বুল আলামিন এর নিকট জনদরদি এই নেতার জন্য আমরা আল্লাহর নিকট দোয়া প্রর্থনা করব। এমপি মহোদয়কে যেন সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
গত বুধবার ২২ মার্চ রাতে পেট ব্যথা জনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তী হন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা মনির, ময়না, রেহেনা, রিরিন, জহুরা, রেহেনা, হালিমা, আঙ্গুরী, হামিদা, জবেদা, শাহারা, শাহানারা, আনোয়ারা কুলসুম, হেলেনা সেলিনা, ফাতেমা শাহিদা, হনুফা সর বানু, রুনা, রুপালী প্রমুখ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের প্রভাষক যুক্তিবিদ্যা নিউলী আক্তার, অর্থনীতি ইউসুফ হোসেন,ইংরেজি অমিত কুমার মজুমদার,বাংলা রুমানা শারমিন পলিন, পৌরনীতি ও সুশাসন রেবেকা সুলতানা, গার্হস্থ্য হোসনে আরা পান্না, প্রভাষক হিসাববিজ্ঞান ও প্রশাসনিক কর্মকর্তা মো: সোহাগ মিয়া,প্রভাষক ফিন্যান্স ব্যাংকিং মৌসুমী সরকার, প্রভাষক ব্যবস্থাপনা অনুরাধা সাহা, ইসলামের ইতিহাস মিজানুর রহমান, ইংরেজি মোহাম্মদ আল ফয়সাল, প্রভাষক সমাজকর্ম মিকাইল ইসলাম রাজ,প্রভাষক তাহসিন জাহান লিজা,বাংলা কনিকা রানী দাস, অর্থনীতি ফাতেমা আক্তার সাথী,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খায়রুম নাহার পিংকি,মার্কেটিং তৃষ্ণা খন্দকার, কম্পিউটার প্রোগ্রামার রায়হান ইসলাম সহ শিক্ষক বৃন্দুগণ।