আড়াইহাজার ফয়সাল (২৯) নাম ধর্ষণ মামলার এক আসামিক গ্রপ্তার করছ র্যাব-১১। গ্রপ্তারকত ফয়সাল উপজলার কাহদি এলাকার আফছারর ছল।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকল এক সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
এরআগে সোমবার (২৭ মার্চ) রাতে তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, গত ২২ মার্চ ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কাহেন্দি গ্রামে তার ভাড়া বাসায় শুয়ে ছিলেন। তখন আসামি ফয়সালর সহায়তায় সঙ্গীয় আসামি সলিম ভিকটিমর ঘরর টিনর দরজা ভঙ প্রবশ কর।
এরপর ফয়সাল ও তার অন্যান্য সঙ্গীয়দর সহায়তায় আসামি সলিম ভিকটিমক হাত-পা বঁধ মুখ চপ ধর জারপূর্বক ধর্ষণ কর। অতঃপর আটক আসামি ফয়সাল ও সঙ্গীয় পলাতক আসামিরা ভিকটিমক ধর্ষণর চষ্টাসহ বিভিন ধরনর ভয়-ভীতি প্রদর্শন কর পালিয় যায়।
ওই ঘটনায় ভিকটিম নিজ বাদী হয় নারায়ণগঞ্জ জলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়র করন।