নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে জামতলা জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কর্মকর্তা লায়লা আরজুমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জাতীয় মহিলা সংস্থা শিক্ষাবিদ পরিচালক সদস্য ও নারায়ণগঞ্জ কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম।
সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান’র রোগমুক্তি ও দ্রুত্ব সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন জেলা ভিত্তিক কমিউনিকেশন প্রশিক্ষস প্রকল্প (৬৪ জেলা) জে,ডি, ম,ক, প্র,প্রকল্প সহকারী প্রোগ্রামার কামরুন নেছা মিতালি।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সাবিনা আক্তার, মল্লিকা কর্মকার, মাসুমা খাতুন, রোজিনা আক্তার সহ আরোও অনেক নেতৃবৃন্দগণ।
পরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থা তিন মাস পরপর জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নে অংশিজনের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।