নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ ) বিকেলে এড. সাখাওয়াত হোসেন খানের চেম্বারে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।
রাজনৈতিক ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে যেকোনো বাঁধার সম্মুখীন হলে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোবারক হোসেন, শাহ্ আলম, কবির হোসেন ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, মো. সোহেল, ধামগড় ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জাহিদ খন্দকার, বিএনপি নেতা শাহ্ আলম, আনিসুর রহমান টুলু, মো. নাড়ু প্রমুখ।