নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আগামীতে আমরা সকলে মিলেমিশে কাজ করবো। দেশে এখন গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং স্বৈরশাসকের অবসান ঘটানোর জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি।
এই সরকারের কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছে না। আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। দেশের এখন ক্রান্তিকাল চলছে। যারা এই কঠিন মুহূর্তে রাজপথে আছে তাদের মধ্যে আন্দোলন করার মানসিকতা আছে বলেই তারা কাজ করছেন।
শুক্রবার (৩১ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ বাজারস্থ “মুুক্তিযোদ্ধা নিবাসে” মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে নাসিক ৮নং ওয়ার্ড যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা সাক্ষাৎকারতে গেলে তিনি এসব কথা বলেন।
এসম তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, এখন আমাদের আন্দোলনের সময়, সংগ্রামের সময়। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। দেশের মানুষের স¦ার্থে সবাই একসাথে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওর্য়াড যুবদল নেতা যুবদল নেতা আকাশ প্রধান, নাসিক ৩নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়ম হোসেন, মোহাম্মদ সেলিম, ৮নং ওর্য়াড যুবদল নেতা যুবদল নেতা হোসেন মুন্সি, দেলোয়ার হোসেন, কবির প্রধান, মোহাম্মদ রাসেল, শান্ত প্রধান, রাইসুল খন্দকার, শামীম, রাজু, রাজিব ও আশাদুল ইসলাম ফাহিম প্রমূখ।