সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল ) বাদ আসর সরকারি তোলারাম কলেজ কর্মাস ভবনের পদ্মা মিলনায়তনে কক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দগণ।
সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি রতন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন উপদেষ্ঠা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত শহিদ মো.বাদল, জেলা মহিল আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সরকারি তোলারাম কলেজ প্রফেসর বিমল চন্দ্র দাস।
এসময় বক্তারা সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে আলোচনা করেন এবং সরকারি তোলারাম কলেজ প্রাক্তন ছাত্রদের খোঁজে সবাইকে নিয়ে পূর্ণমিলনেরর আলোচনা করা হয়।
আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ঢাকা বিভাগের কমিশনার, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের প্রফেসার এস এম আরিফ মিহির এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, মহানগর জাতীয়পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পিপি ওয়াজেদ আলী খোকন, রাইয়েল ক্লাবের যুগ্ন সম্পাদক ইউসুফ বিন ফারুক পাপ্পু, সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ-সভাপতি শরাফত উল্লাহ, সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ- সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম খান অপু, শওকত আলী ভূঁইয়া, মাসুদুর রহমান, আনিসুর রহমান, শাহাদাত হোসেন ভূঁইয়া, বিল্লাল, আফতাব উদ্দিন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান হাবিব, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল প্রমুখ।
এসময় মৃত ব্যক্তি, অসুস্থ বক্তি সহ দেশর সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সরকারি তোলারাম কলেজের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোমেন।