বন্দরে পূর্ব শত্রুতার জেরে আরিফ (৩৫) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে ধারালো কেচি দিয়ে পেটে আঘাত করা অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সনেট ও বাহিনীর বিরুদ্ধে।
এ সময় আরিফ মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা দুই লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সনেট ও তার বাহিনী পালিয়ে যায়।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বন্দর উপজেলা হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান কর্তব্যরত ডাক্তার।
এদিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত ডাক্তার।
বন্দর নবীগঞ্জ কদমতলী এলাকায় গত ২০ মার্চ দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরিফের ভাই মো. ছালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরর পর তের দিন অতিবাহিত হলেও অধরা রয়েছে সনেট। এতে আতংকে দিনাতিপাত করছে বাদি মো. ছালে ও তার স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ, কদমতলী, শান্তি নগর, রসূলবাগ এলাকায় চলমান রয়েছে সনেটের রমরমা মাদক ব্যবসা। সনেট ও তার বাহিনীর বিরুদ্ধে বন্দর থানায় বিভিন্ন অপরাধে রয়েছে একাধিক মামলা ।
নাম না প্রাকশের শর্তে এক ব্যক্তি জানান, শুধু মাদক ব্যবসা করে বিষয়টি এমন নয় এরা রাত হলেই ভয়ংকর হয়ে উঠে। নবীগঞ্জ, বাগবাড়ী, দাশের গাঁ মেইন রাস্তায় রাত বিরাতে ছিনতাই ও মাধক ব্যবসা তারাই করে।
অভিযোগ তদন্তবারী কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল সামাদের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, থানায় আসেন সরাসরি কথা বলবো।
পরে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।