বন্দর সদর ইউনিয়নের সরকারি খাল পুনঃ উদ্ধার কাজ শুরু হয়েছে।
সোমবার (৩) সকালে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে খাল পুনঃ খনন কাজ শুরু হয়েছে।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন, সার্ভেয়ার নুরুল আমিন, বন্দর থানা পুলিশের এস আই আহাদ হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, ময়না বেগম, সচিব সৈকত হোসেন, স্থানীয় সমাজ সেবক ওসমান গনীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ম্যাজিষ্টের দায়িত্বে থাকা সুরাইয়া ইয়াসমিন বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী খালগুলো পুনঃ উদ্ধার শুরু হয়েছে। ধারাবাহিক ভাবে এ কার্য়ক্রম চলমান থাকবে।
বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ বলেন, আজকে যে খালটির পুনঃ উদ্ধার কাজ শুরু হয়েছ তা অনেক পুরাতন ও ইতিহাস রয়েছে। কুশিয়ারা – দাশেরগাও পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এ খালটি দিয়ে এক সময় নৌকা চলাচল করত। বর্তমানে বিভিন্ন ভাবে খালটি অবৈধভাবে দখল করে রেখেছে। নারায়ণগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সু-দূঢ় পরিকল্পনা/চিন্তাধারার কারনে খালটি পুনঃ উদ্ধারে আমি কাজ শুরু করেছি। এ খালটি দখল মুক্ত করে ১৫/২০ ফুট প্রসস্থ ও গভীর করা হবে। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলকৃত খাল উদ্ধার করা হবে বলেও চেয়ারম্যান এহসান উদ্দিন জানান।