রূপগঞ্জে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ রফিক (৩৬) ও বাদল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জ।
উপজেলা বরাব বাসস্ট্যান্ডে ওয়ান স্টার হোটেলের সামনে ন উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন।
সোমবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।