নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে আরবান ডেভলপমেন্ট এবং সিটি গভর্নেন্স প্রকল্পের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষনের আয়জন করে ইউডিসিজিপি ও এলজিইডি।
এসময় প্রশিক্ষনে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ারবৃন্দ।
কর্মশালায় নাসিকের প্রধান নির্বাহী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা এবং ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আব্দুর রউফ।
কর্মশালায় নারায়ণগঞ্জ শহরকে কিভাবে আরও বাসযোগ্য এবং নগরকে পরিকল্পিত ভাবে সাজানো যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।
পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা সংবলিত শহর নগরবাসীকে উপহার দেয়ার জন্য কোন কোন কার্যক্রম জরুরী সেই বিষয় প্রকৌশলীদের কাছে তুলে ধরেন প্রশিক্ষকরা।