ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, নির্বাচন আসলেই একটি মহল দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে, তাদের এই মহলটি জড়িত, তারা একই সূত্রে গাথা। তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়।
বুধবার (৫ এপ্রিল)দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত: ধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
আন্ত: ধর্মীয় সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন ধর্মের মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ২০২১ সালে মধ্যে মধ্যম আয়ের দেশ করতে চেয়েছেন প্রধানমন্ত্রী, ২০২০ সালের মধ্যেই তা করেছিলেন। উনি চেয়েছিলেন ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলবেন। সেটা ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতু, মেট্টোরেল নির্মাণের মধ্যদিয়ে উন্নত দেশে পা ফেলেছে। এখন পদ্মা সেতু থেকে বাংলাদেশের দৈনিক আয় ৩ কোটি টাকা, বছরে যে আয় হয়, তা এক সময়ের মোট বাজেটের চেয়েও বেশি। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, সেই অগ্রযাত্রাকে যাতে কেউ রোধ করতে না পারে, সে দিকে সচেতন থাকতে হবে। আমারা একজন ভোটার, ভোটটি আমাদের আমানত। এই আমানত যে অপাত্রে দিবে, সে আল্লাহর কাছে দায়ি থাকবে।
এসময় সংলাপে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ, মন্দিরের পুরহিতসহ বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা।