বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে নার্স ও কার্মচারীরা।
বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মচারীদের অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদ কর্মচারীদের বেতন আটকে রাখে, স্টাফদের সাথে খারাপ আচরনসহ হাসপাতালের বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের অভিযোগ করেন। এ সময় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করেন তারা।
এ বিষয়ে হাসপাতালের ইনচার্জ ডা.মেহেবুবা সাঈদ জানান, হাসপাতালে দীর্ঘ দিনের অনিয়মকে আমি যখন নিয়মে পরিনত করতে শুরু করি তখন থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মানববন্ধনও ষড়যন্ত্রের অংশ। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
আমি বন্দরবাসীকে সেবা দিতে দায়িত্ব নিয়েছি। আমি বন্দরবাসীকে শতভাগ সেবা দিতে চাই। তার দরুন আমার কঠোর অবস্থানের কারনে কোভিটে সারা বাংলাদেশের মধ্যে বন্দর উপজেলা প্রথম হয়েছে।
নার্স কর্মচারীদের বেতন আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ভাবে বেতন বরাদ্ধ হয়নি। আমি বেতন আটকে রাখার কে। তারা সরকারী চাকরি করে। আমি তেমন সরকারি চাকরি করি। সরকার যখন বেতন বরাদ্ধ দিবে তখন আমিও পাব তারাও পাবে।
তিনি আরো বলেন, ডাক্তার, নার্স ও কর্মচারীরা ঠিকমত ডিওটি করেনা বিধায় আমি কঠোর ভাবে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে চাওয়ায় তারা আমাকে সরাতে নানা অপবাদ ও ষড়যন্ত্র করছে।