আড়াইহাজারে নিহত দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের জানাজা শেষে দাফন সম্পন্ন।
বুধবার ( ৫ এপ্রিল ) সকাল এগারোটার পাঁচরুখী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহত মাহবুব আলমের জানাজা অংশ নিয়ে বক্তব্যে কেন্দ্রীয় নেতারা বলেন, স্থায়ীয় এমপি নজরুল ইসলাম বাবুর ইন্ধেই দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে বাজার থেকে উঠিয়ে নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী হাসমত আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়ির নিয়ে পরিবারের সামনে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে নির্মল ভাবে হত্যা করে। রমজান মাসেও আওয়ামী সন্ত্রাসীরা তারা তার পরিবারের আকুতিও শুনেনি মাহবুব ছিলো আমাদের যুবদলের একজন নিবেদিত প্রাণ। আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীরা ক্ষমতার অপব্যবহার করে যুবদল নেতা মাহবুবকে হত্যা করেছে। মনে রাখবেন এইদিন দিন না আরও দিন আছে। সব হত্যার বিচার কড়াই গন্ডায় হিসাব করে বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। মাহবুব হত্যাকাণ্ডের বিচার এই আড়াইহাজারের মাটিতেই একদিন হবেই ইনশাল্লাহ।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে মাহবুবের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা মাহবুবের পরিবারের পাশে আছি। অবিলম্বে মাহাবুব আলমের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ( সহ- সম্পাদক) সদস্য দুলাল হোসেন, ১ম সদস্য সাদেক রহমান সাদেক, সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি আঃ মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, ডা. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা খায়রুল ইসলাম সজিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।