নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর পূর্ব মসিনাবন্দ সালিশ প্রধান ৭৪ লক্ষ টাকা প্রতারণা মামলায় গাজী কামাল উদ্দিনকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ৬ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ১ বিচারক মো.ইমরান মোল্লা’র এ জামিনের আদেশ দেন।
গোগনগর পূর্ব মসিনাবন্দ মৃত হাজী নূর মোহাম্মদ এর এছেলে গাজী কামাল উদ্দিন।
প্রতারণা মামলার ভিত্তিতে নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সি.আর. মামলা নং ৪৪৫/ ২০২৩।
সদর থানা পুলিশ গাজী কামাল উদ্দিনকে গত ৫ এপ্রিল বুধবার সাড়ে ১০ টায় গ্রেফতার করেন পরদিন আদালতে প্রেরণ করেন পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা জজ কোটের এডভোকেট মো. সোহেল জানান, প্রতারণা মামলায় হাজী গাজী কামাল উদ্দিন আপোষ মিমাংশার সর্থ সাপেক্ষে বাদীর জিম্বায় ৪০ দিনের জামিন দিয়েছে বিজ্ঞ আদালত।