বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার চিতাশাল এলাকার মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন জীবন (৩০) পুরান বন্দর চৌধূরীবাড়ি এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে হাসেম (৩২) মাহমুদনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে ইরফান ওরফে ইপু (২৯) ও বন্দর উপজেলার কেওঢালা এলাকার মৃত ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে মোঃ রনি (৩৩)।
গত বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টায় বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা ও বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ২টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকা সংলগ্ন ত্রিবেনী ব্রীজের উপরে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ও বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় পৃথক মাদক মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে বুধবার দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বন্দর থানার এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত এলাকার মৃত ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও বন্দর ফাঁড়ী এসআই আলমগীরসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ২টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকা সংলগ্ন ত্রিবেনী ব্রীজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার চিতাশাল এলাকার মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন জীবন পুরান বন্দর চৌধূরীবাড়ি এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে হাসেম মাহমুদনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে ইরফান ওরফে ইপুকে গ্রেপ্তার করে।