রূপগঞ্জের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর এর প্রধান আসামী ভুয়া সাংবাদিক অভিযুক্ত হাসেমকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
তার বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে মধুখালীর বাসিন্দা শাহাজাহান মিয়ার বসত ঘরে দেয়া আগুনে পুড়ে নগদ অর্থসহ ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।
রূপগঞ্জ থানা ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মধুখালীর বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া বাদি হয়ে আগুন দেয়ার অভিযোগ করলে তা মামলা দায়ের হয়। পরে এর প্রধান অভিযুক্ত আবুল হোসেনের ছেলে হাশেম থানায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিলে সন্দেহ হয়।
পরে তার পরিচয় জানতে চাইলে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের কার্ড ও ফিতা দেখায়। যার বৈধতা নাই পাশাপাশি তার বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, হাশেমের রয়েছে একটি সন্ত্রাসী বাহীনি। ওই বাহীনির প্রধান হলো মমিনের ছেলে হাবিবসহ মাদকসেবী কতিপয় তরুণ। সে অনিবন্ধিত অনলাইন পোর্টালের পাশে একুশে সংবাদ নাম ব্যবহার করে নিজেকে সাংবাদিক দাবী করে টহল পুলিশকে নানা ঘটনায় প্রভাবিত করে।
তার পরিবারের দেয়া তথ্যে জানা যায়, সে ৮ম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে। তার সহযোগীদের মাঝে বেশিরভাগই মাদক কারবারি। পরিবেশ সাংবাদিক সোসাইটি নামে একই প্রকৃতির আরও লোক নিয়ে পূর্বাচল ও রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় প্রকাশ্যে নানা অপরাধ কর্মকান্ড ঘটায়।