সোনারগাঁয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ রনি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুত্রবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার মোগড়াপাড়াস্থ ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ একহাজার ৪০ টাকা, একটি মোবাইল, একটি সিম ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে র্যাব।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক রনি কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের পিয়ারাপুরের শিমুলের ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।