প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে অসহায় মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকায় দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিন রানা প্রমূখ।
এ সময় অতিথিরা শাহীন মালুমের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেন।