নারায়ণগঞ্জ শহরের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৯ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পূর্বপাশে লাভিস্তা রেস্টুরেন্ট, ইজি শো-রুম ও চাষাড়া বালুর মাঠে সুগন্ধা বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, রমজানে ইফতার বাজার ও ঈদ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে লাভিস্তা রেষ্টুরেন্টের রান্নাঘরে ফ্রিজে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারুণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইজি শো-রুমে জিন্স পেন্টে বারকড না থাকা এবং বারকডের সঙ্গে পেন্টের ব্যান্ডের মিল না থাকায় ২টি পেন্ট জব্দ করা হয়। এবং পেন্ট দুটির পক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সুগন্ধা বেকারীকে ছোট খাটো ত্রুটির জন্য সতর্ক করা হয়েছে।